ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী খেলা, গুটিদাড়া

ব্রাহ্মণবাড়িয়ায় শত বছরের ঐতিহ্যবাহী খেলা ‘গুটিদাড়া’ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি ২০০৭ সাল থেকে সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে। ডা. ফরিদুল হুদার স্মরণে ‘সাহিত্য একাডেমি’ এর আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ জানুয়ারি) পৌর শহরের শেরপুর এলাকার মাঠে বিবাহিত ও অবিবাহিতদের মাঝে এই গুটিদাড়া খেলাটি আয়োজন করা হয়।

ম্যাচ শুরুর আগে টসে জিতে বিবাহিতরা খেলার সূচনা করেন। প্রথমবারের মত ১৪ পয়েন্ট করে বিবাহিতরা জয় তুলে নিয়ে খেলা শেষ হয়। খেলাটি দেখতে মাঠে বিপুল পরিমাণ দর্শক উপস্থিত ছিলেন।

সাহিত্য একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্য একাডিমির সাধারণ সম্পাদক নুরুল আমিন, বিশিষ্ট সমাজসেবক আলী আজম, দৈনিক ফ্রন্টেয়ার পত্রিকার সম্পাদক আবদুল মালেক, জামিনুর রহমান, শেখ জাহাঙ্গীর, নদী নিরাপত্তার সামাজিক সংগঠন (নোঙর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম আহমেদ, রিয়াসাদ আজিম, মিজানুর রহমান ও রিপন দেবনাথ।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামবাসীই বানিয়ে ফেললেন আড়াই কিলোমিটার রাস্তা

Related Posts

About The Author