জাল ভোট দিতে গিয়ে এক জনের ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম
এমনিতেই সদর উপজেলায় বাসুদেব ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এর রেশ না কাটতেই খবর আসে একই উপজেলায় জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে একজন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ার পর তাকে আটক করা হয়। আটককৃত ঐ বেক্তিকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে ওই ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন পার্শ্ববর্তী চাঁনপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র মো. বাদশা। তার বয়স আনুমানিক ২০ বছর। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ বাসুদেব ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে আহত ১০, দুই মেম্বার প্রার্থী আটক

তিনি জানান, ভোট দেয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার সংগ্রহ করে বাদশা। বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এছাড়া ছয় হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

Related Posts

About The Author

Add Comment