আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি দুই দিন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম

আজ রবিবার (২৬ ডিসেম্বর), গতকাল ছিল শুভ ‘বড়দিন’। খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। আর আজ রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের আখাউড়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন। বড়দিন ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

গত শনিবার আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তবে এ সময় ভারত-বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি দুই দিন বন্ধ

আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন, বড়দিন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে দুই দিন। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে যথারীতি পুরোদমে বন্দরের ব্যবসার কার্যক্রম চলবে।

Related Posts

About The Author

Add Comment