বিজয়নগরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ময়না আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুরের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ময়না উপজেলার মনিপুর গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী ফারুক মিয়ার মেয়ে। সে স্থানীয় আতকাপাড়া গ্রামের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।স্থানীয় লোকজন এবং ওই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুরের আতকাপাড়া গ্রামের বাসিন্দা হোসেন মিয়া একজন মাদক ব্যবসায়ী ও ইয়াবা বড়ি বিক্রি করেন। একই গ্রামের বাসিন্দা সবজাল মিয়ার ছেলে রুবেল মিয়া একজন মাদকসেবী। ময়নার পরিবার মাদক ব্যবসায়ী হোসেনের প্রতিবেশী। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রামে মাদক বেচাকেনা নিয়ে হোসেন ও রুবেলের মধ্যে কথা–কাটাকাটির জেরে সংঘর্ষ হয়।

দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হোসেনের প্রতিবেশী শিশু ময়না ঘর থেকে বের হয়ে ঝগড়ার মাঝখানে গিয়ে পড়ে। সে সময় প্রতিপক্ষ হোসেন ও রুবেলের যেকোনো একজনের ছুরিকাঘাতে ময়না বুকের বাঁ পাশে আঘাত পান। স্থানীয় লোকজন উদ্ধার করে রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত শিশু ময়নার চাচা মফিজ মিয়া ও লায়েস মিয়া প্রথম আলোকে বলেন, হোসেন ইয়াবা বড়ি বিক্রি করে আর রুবেল তাঁর কাছ থেকে ইয়াবা কিনে সেবন করেন। গতকাল এশার নামাজের পর তাঁদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার মাঝখানে ময়নার বুকে ছুরিকাঘাত লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Posts

About The Author