চট্টগ্রাম চেম্বারে ‘জাপান ডেস্ক’ চালু

‘জাপান ডেস্ক’ চালু করা হয়েছে শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে। আজ মঙ্গলবার 7 ডিসেম্বর দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এই ডেস্ক উদ্বোধন করেন। জাপান ডেস্ক উদ্বোধন করার সময় দুই দেশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আগ্রাবাদে বিশ্ব বাণিজ্যকেন্দ্রের চতুর্থ তলায় জাপান ডেস্কের কার্যালয় চালু করা হয়েছে। জাপান ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, এ দেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেবিসিসিআই ও জেটরোর সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের প্রথম পদক্ষেপ হিসেবে এই ‘জাপান ডেস্ক’ চালু করা হয়েছে। এতে তিনি আশা করেন জাপানি বিনিয়োগ আরও বাড়বে।

‘জাপান ডেস্ক’ চালু হয়ায় জাপানের যেকোনো বিনিয়োগকারী এই ডেস্কে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে সহায়তা চাইতে পারবেন। ই-মেইল, টেলিফোন বা সরাসরি এসে বিনিয়োগবিষয়ক যেকোনো সেবা গ্রহন করতে পারবেন। এই ডেস্ক থেকে তথ্য-উপাত্ত ও আইনি পরামর্শ দেওয়া হবে বিনিয়োগকারীদের। এ জাপান ডেস্কের মাধ্যমে বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রামের ব্যবসা ও বাণিজ্যবিষয়ক বাজার সমীক্ষা পরিচালনা করে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদান করা হবে। চট্টগ্রাম চেম্বার, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন বা জেটরো ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা জেবিসিসিআই যৌথ উদ্যোগে এই জাপান ডেস্ক স্থাপন করা হয়েছে।

সুত্রঃ প্রথম আলো

Related Posts

About The Author

Add Comment