কোড্ডা ব্রিজ বা তিতাস ব্রিজ, সৌন্দর্যের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম আখাউড়া রেলওয়ে জংশনে ট্রেন ঢুকার ঠিক আগ মুহূর্তে চোখে পড়ে দৃষ্টিনন্দিত তিতাস ব্রিজ বা কোড্ডা ব্রিজ। একসাথে ৩টি ব্রিজ দেখতে সত্যিই দৃষ্টিনন্দন। বিকেল বেলা এই ব্রিজের আশে পাশের অবস্থা দেখলেই বুঝা যায় এই স্থানের বিশালতা। আখাউড়া, কসবা, বিজয়নগর ও সদর উপজেলার আশে পাশে থেকে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসেন এই তিতাস ব্রিজের অববাহিকায়। একই স্থানে একসাথে রেল সেতু ২টি ও সড়ক সেতু ১টি এক অনন্য চিত্র স্থাপন করেছে। লাল ও সাদা সেতুর মিলনমেলায় তিতাস নদীর পূর্ব পাড়। এই সেতুর একটু সামনে দিয়ে বাইপাস করে রেললাইন চলে গেছে অদূর আজমপুর রেল … Continue reading কোড্ডা ব্রিজ বা তিতাস ব্রিজ, সৌন্দর্যের মিলনমেলা