শৈত্যপ্রবাহ, সঙ্গে বৃষ্টির আভাস

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের আয়তাই জেলা গুলো হল দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার। এছাড়া সারাদেশের কিছু এলাকায় বৃষ্টিপাতের আভাসও রয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল থেকে পরের তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে তথ্য মতে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে যা সকাল পর্যন্ত থাকবে। পরে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুনঃ ফুটপাতের বিভিন্ন নির্মাণসামগ্রী অপসারণে অভিযান :মেয়র আতিকুল ইসলাম

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপবলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

Related Posts

About The Author