আখাউড়া-আগরতলার সীমান্ত দিয়ে গত তিন দিনে ভারতীয় হাইকমিশন, বাংলাদেশর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তালিকার ৬৩ জনের মধ্যে ৩৪ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। অপর দিকে গত তিন দিনে ভারতে আটকা পড়া ৩৭ জন বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরে এসেছেন।
করোনা ভাইরাসের প্রকোপে ভারতের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলার সীমান্ত দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে।
কিন্তু দুই দেশেই আটকা পড়া নাগরিকদের কিছু নির্দেশনা অনুসরণ করে যাতায়াত করতে দেয়া হচ্ছে। এ স্থলবন্দর দিয়ে গত তিনদিনে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল পর্যন্ত দুই দেশের ৭১ জন যাত্রী পারাপার হয়েছেন।
আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দেশের আটকে পড়া নাগরিকদের আসা-যাওয়া
|
April 30, 2021 |