কোপা আমেরিকা শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। করোনা সংক্রমণে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে আয়োজক দেশ ব্রাজিলে। দেশটিতে এরই মধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। টুর্নামেন্টটি নিয়ে বারবার তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ব্রাজিলের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও কোপা আমেরিকায় আয়োজন থামাতে একমত। এবারের সিদ্ধান্ত নেয়ার ভার যে পুরোপুরি ব্রাজিল সুপ্রিম কোর্টের ওপর! ব্রাজিলের জনগণের একটা বড় অংশও কোপা আয়োজনে অসন্তোষ প্রকাশ করেছে। অসন্তোষ রয়েছে ব্রাজিল দলের খেলোয়াড়দের মধ্যেও। এমনকি ফুটবল বিশ্বও এ নিয়ে দ্বিধা-বিভক্ত।
মূলত ব্রাজিলের আদালত তাদের দেশে কোপা আমেরিকা আয়োজনের বৈধতা যাছাই-বাছাই করতে মাঠে নেমে পড়েছে। নেইমারদের দেশের সর্বোচ্চ আদালতের বিচারকরা কোপা আয়োজনের বিরুদ্ধে এক হয়েছেন। তারা সর্বসম্মতভাবে ভয়ানক করোনা পরিস্থিতিতে নিজেদের দেশে কোপা আমেরিকার আয়োজনের বিরুদ্ধে একমত হয়েছেন।
খুব অল্প সময়ের ব্যবধানে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট আয়োজনের ভার দেওয়া হয় ব্রাজিলের ওপর। সেখানেও করোনার সংক্রমণের ভয়াবহতা নিয়ে বিতর্ক তুঙ্গে।
পুরো ফুটবল বিশ্ব এখন তাকিয়ে রয়েছে ব্রাজিল সুপ্রিম কোর্টের দিকে। তারা কী রায় দেয় সেটা দেখার জন্য। বিচারকদের বিপক্ষে রায় গেলে ব্রাজিলে কোপা আয়োজনে আর কোনো বাধা থাকবে না। রায় যদি বিচারকদের পক্ষে যায়, তাহলে ফের নতুন করে সমস্যা পড়বে ২০২১ কোপা আমেরিকার আয়োজন।