আটক ভারতীয় পাঁচ নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩অক্টোবর)দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হলে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।
বুধবার বিকেলে আখাউড়া উপজেলার ঘাগুটিয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি)সদস্যরা। কারাগারে পাঠানো ভারতীয় নাগরিকরা হলেন- কাছাড় জেলার সোনাইথানার রাঙ্গাখাড়ী গ্রামের শুকদেব দাস (৬৫), প্রণয়দাস (২৬), জবা দাস (৪৫), বিশু দাস ও রাজশ্রী দাস (৭)।
বিজিবি জানায়, বুধবার বিকেলে ভারতীয় পাঁচ নাগরিক ঘাগুটিয়া সীমান্ত এলাকার ২০২৮ মেইন পিলারের ২০-২৫ গজ দূর দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় ঘাগুটিয়া সীমান্ত ফাড়ির টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। পুলিশ জানায়, আটকদের আখাউড়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠায়। আদালত বিকেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।