বিশ্বের সবচেয়ে বড় মাংস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান জেবিএস সাইবার হামলার কবলে পড়েছে। গতকাল মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কে সাইবার হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।
সাইবার হামলার কারণে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় সাময়িকভাবে কোম্পানিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ কারণে কোম্পানিটির হাজার হাজার কর্মীর ওপরও এর প্রভাব পড়েছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়াভিত্তিক একটি অপরাধচক্র মুক্তিপণ আদায়েরর জন্য এই সাইবার হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার কারণে বিভিন্ন জায়গায় মাংসের ঘাটতি হতে পারে, এ ছাড়া দাম বৃদ্ধির আশঙ্কাও করা হচ্ছে। তবে খাদ্যের দাম যাতে বেড়ে না যায়, এ লক্ষ্যে জেবিএস কাজ করছে বলে হোয়াইট হাউসকে জানিয়েছে তারা।
সাইবার হামলার সময় হ্যাকাররা ওই প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে হার্ডডিস্কের সব ডেটা হ্যাকারদের কাছে চলে যায় এবং ওই ডেটা ফেরত আনার জন্য অর্থ দিতে বলা হয়। অর্থ দিলেও যে কম্পিউটারের সমস্ত ডেটা ফেরত দেবে হ্যাকাররা, তার কোনো নিশ্চয়তা নেই। হোয়াইট হাউস জানিয়েছে, এই ঘটনার তদন্ত করছে তারা।
১৯৫৩ সালে ব্রাজিলে প্রতিষ্ঠিত হয় জেবিএস। বর্তমানে বিশ্বের ১৫টি দেশে তারা কার্যক্রম পরিচালনা করছে। সে সময় হোসে বাতিস্তা সোবরিনহো একটি কসাইখানা চালুর মাধ্যমে এই কোম্পানির যাত্রা শুরু করেন।
বিশ্বের সবচেয়ে বড় মাংস সরবরাহকারী কোম্পানিতে সাইবার হামলা
|
June 2, 2021 |