প্রায় চার ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ ভোররাত চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন ইয়ার্ডে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল (ওয়ান আপ) ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদারের বলেন, লাইনচ্যুত তিনটি বগির দুইটি তাপানুকূল ও একটি প্রথম শ্রেণির। ঘটনার সময় ট্রেনটির বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। কেউ গুরুতর আহত হননি।
দুর্ঘটনার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি আখাউড়ায় আটকে যায়। এসময় ওই ট্রেনে থাকা রেলওয়ের মহাব্যবস্থাপক (চট্টগ্রাম) মোজাম্মেল হক বলেন, ঠিক কোন ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা বলা যাচ্ছে না। এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার একটি পয়েন্টের ক্ষতি হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে।
আখাউড়া জংশনের নিয়ন্ত্রণকক্ষের কেবিন মাস্টার জসীমউদ্দিন ট্রেন চলাচল আবার শুরু হওয়ার তথ্যে জানিয়েছেন।