বর্তমান বাংলাদেশ সরকারের আমলে দেশে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। দেশে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান। গত এক দশকে অবকাঠামো খাতে আমূল পরিবর্তন এনেছে বাংলাদেশ।
বাংলাদেশ এখন উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন ‘ভিশন ২০৪১’। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চান তিনি। দেশে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা ও মাতাবাড়ি গভীর সমুদ্রবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ আরও কয়েকটি এসব মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে।
পদ্মা সেতু
পদ্মা বহুমুখী সেতু এখন পুরটা দৃশ্যমান। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ ৯১ ভাগ সম্পন্ন হয়েছে। ধারনা করা হচ্ছে পদ্মা সেতু নির্মিত হলে দেশের জিডিপি শতকরা ১.২৬ ভাগ বৃদ্ধি পাবে।
মেট্রোরেল
প্রথমবারের মতো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের নির্মাণকাজ দেশে পুরোদমে এগিয়ে চলেছে। ইতোমধ্যে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের ৭৮ ভাগ সম্পন্ন হয়েছে। মেট্রোরেলের যাত্রা বিরতি ১৬টি স্টেশন থাকবে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক




 
                                 
                                 
                                