ডাকসু নির্বাচনে স্বামী-স্ত্রীর একসাথে জয়

ডাকসু নির্বাচনে একইসঙ্গে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এক দম্পতি। ডাকসুর ইতিহাসে স্বামী-স্ত্রীর প্রার্থী হওয়ার নজির নেই। বিজয়ী দম্পতির নাম রায়হান উদ্দীন ও উম্মে ছালমা।

এর মধ্যে রায়হান উদ্দীন কার্যকরী সদস্য পদে ৫০৮২ ভোট ও উম্মে ছালমা কমন রুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ৯ হাজার ৯২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জয়ের পর এই দম্পতি বলেন, ‘আমরা আল্লাহর কাছে শোকরিয়া জানাতে চাই, আলহামদুলিল্লাহ। আমরা উদযাপন করতে চাই না। আমাদের কার্যক্রমই হবে উদযাপন। এটিকে আমরা কোনো অর্জন মনে করি না। এটি অর্জন হবে সেদিনই- যেদিন আমরা দায়িত্ব শেষ করবো, সেদিন শিক্ষার্থীরা যদি বলে, তোমরা ভালো কাজ করেছো- সেদিনই হবে আমাদের উদযাপনের সময়।’

Related Posts

About The Author