জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশে বাস, ট্রাক ও লঞ্চের ভাড়া বৃদ্ধি পেয়েছে। তার প্রবাভে এবার ভাড়া বাড়লো লাইটার জাহাজেও। ১৬ নভেম্বর ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) এর এক বিজ্ঞপ্তিতে ভাড়া বাড়ানোর বিষয়ে জানানো হয়।
লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারে। এসব জাহাজে করে নৌপথে পণ্য পরিবহনের ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে (ডব্লিউটিসি)।
লাইটার জাহাজ দেশের প্রায় ৩২টি রুটে নৌপথে পণ্য নিয়ে চলাচলকারে এসব জাহাজ গুলো ডিজেলচালিত। এ কারণে ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি মালিকপক্ষের।
ডিজেলের দাম বাড়ায় লাইটার জাহাজেও এবার ভাড়া বাড়লো
|
November 17, 2021 |