শিক্ষামন্ত্রী :শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না

করোনা সংক্রমণ আবার বাড়তে থাকায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখন তৈরি হয়নি। মঙ্গলবার ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে শিক্ষার্থীদের সশরীরে পাঠদান কার্যক্রম চলছে। তবে পরিস্থিতি খারাপ হয়ে পড়লে সেক্ষেত্রে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস করবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকজন ওমিক্রনে আক্রান্ত হলেও বর্তমানে তারা আইসোলেশনে রয়েছে। তবে কেউই গুরুতর অসুস্থ হয়নি। আমরা খোঁজ-খবর নিয়েছি। আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ পায়ে হেঁটে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছেছেন সাইফুল ইসলাম শান্ত

শিক্ষামন্ত্রী আরও বলেন, গতকাল পর্যন্ত ৮৫ লাখ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। টিকা কার্যক্রমকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের ক্ষেত্রে। আমরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মনিটরিং করছি।

সূত্রঃ জাগো নিউজ

Related Posts

About The Author