আখাউড়ার চির সবুজ সংঘ ক্লাব পরিচিত ও কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম

দিন দিন নানামুখী কার্যক্রমে আখাউড়া উপজেলা হয়ে উঠছে জনবান্ধব এলাকা। অর্থনৈতিক, রাজনৈতিক এবং মানবিক এই তিনটি দিক দিয়েই আখাউড়া উপজেলা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। প্রকাশ পাচ্ছে নানান গুণাবলীর দিক। তাদের কর্মকাণ্ডে পাচ্ছে নতুন নতুন প্রশংসার ফুল। তেমনি একটি সংঘটনের নাম ”আখাউড়ার চির সবুজ সংঘ ক্লাব”।

২০১৮ সালে আখাউড়া উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। উপজেলা ক্রীড়া সংস্থার একটি সতন্ত্র ইউনিট হিসেবে সংগঠনটি শরীর চর্চা কার্যক্রম চালিয়ে আসছে।

মূলত এই ক্লাবটি শরীরচর্চা বিষয়ক কার্যক্রম চালিয়ে থাকে। এছাড়া তাদের নিয়মিত কার্যক্রম থাকে রাস্তা ঘাট পরিস্কার করন, গরিবদের সেবা মুলক কাজ, ত্রান কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি। নিয়মিতই এই ক্লাবের কার্যক্রম চলতে থাকে। পরে গত ২ বছর করোনা পরিস্থিতির কারনে স্তিমিত হয়ে পড়ে এবং ভাটা পড়ে তাদের বেসিক কার্যক্রম। কিন্তু আশে পাশের গরিব ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সেবার হাত বাড়িয়ে দিয়েছেন।

করোনার মহামারীর কারণে প্রায় দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার চির সবুজ সংঘের শরীরচর্চা বিষয়ক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন মাঠে চির সবুজ সংঘের শরীর চর্চা অনুষ্ঠিত হয়। এ সময় চির সবুজ সংঘের প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, উপদেষ্টা হাসান খান খাদেম, আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম স্বপন, সদস্য সচিব দুলাল ঘোষ জয় সহ চির সবুজ সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা মহামারীর কারণে প্রায় দীর্ঘ দুই বছর যাবত এর কার্যক্রম বন্ধ ছিল।

চির সবুজ সংঘের প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার জানান, চির সবুজ সংঘ উপজেলা ক্রীড়া সংস্থার একটি স্বতন্ত্র ইউনিট করোনা মহামারীর কারণে দীর্ঘ প্রায় দুই বছর যাবত এর কার্যক্রম বন্ধ ছিল।

আখাউড়ার চির সবুজ সংঘ ক্লাবের নতুন কমিটি,

আজ নতুন কমিটির মাধ্যমে কার্যক্রম আবার পুনরায় শুরু হল। আশা করছি চির সবুজ সংঘের কার্যক্রম নতুন কমিটির মাধ্যমে সারা উপজেলায় ছড়িয়ে পড়বে।

এর আগে আখাউড়ায় ”চির সবুজ’’ সংঘের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় শরীর চর্চার সংগঠন ”চির সবুজ”সংঘে উপজেলা নির্বাহি অফিসার রুমানা আক্তারকে প্রধান উপদেষ্টা ও মোঃ আবুল হাসান খাদেমকে উপদেষ্টা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে মোঃ জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও দুলাল ঘোষ জয়কে সদস্য সচিব করা হয়েছে। ২০১৮ সালে আখাউড়া উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শামসুজ্জামান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে, মোঃ নজরুল ইসলাম স্বপন ও মোঃ সহিদুল ইসলামকে।

নিজেরা সুস্থ থেকে আশে পাশের মানুষ গুলোকে সুস্থ রাখবেন তারা। প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিবেন সাধ্যমত। এই প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে আখাউড়ার চির সবুজ সংঘ।

Related Posts

About The Author

Add Comment