আখাউড়ার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ও সরকারি করন

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম


ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়া উপজেলায় অন্যতম শিক্ষার প্রাণকেন্দ্র শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ। আখাউড়া থানার পাশঘেরা রাধানগর এলাকার ১২ একর জায়গা নিয়ে মনোরম পরিবেশে এই বিদ্যাপীঠ। সবাই একনামে চেনে এই প্রাচীন বিদ্যাপীঠ ”শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ”কে।

বর্তমানে এটি সরকারি করন করা হয়েছে। তাই এর কদর আরও বেশী বেড়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে উচ্চ শিক্ষার জন্য আখাউড়া এলাকায় একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়ে পড়ে। বিশেষ করে কলেজ লেভেলে এই এলাকায় কোন প্রতিষ্ঠান ছিল না। এরই ফলশ্রুতিতে ১৯৭২ সালে প্রতিষ্ঠা করা হয় এই শিক্ষা কেন্দ্র। তারপর থেকে সগৌরবে চলছে প্রানের বিদ্যাপীঠ ”আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ”।

বর্তমানে এই কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা-শিক্ষা অনুষদে পড়াশুনার সুযোগ রয়েছে। এইচএসসি, ডিগ্রী, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে আশে পাশের ছাত্র ছাত্রীরা পড়াশুনা করছেন। কলেজ কোড ৩৮০৮। এছাড়া EIIN নাম্বার হল ১০৩১৬৯। বর্তমান কলেজের অধ্যক্ষ মোঃ আবু জামাল। তিনি পূর্বের অধ্যক্ষ অধ্যাপক জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হন। এইচএসসি লেভেলে পরীক্ষা নিয়ন্ত্রণ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আর ডিগ্রী, পোস্ট গ্র্যাজুয়েট লেভেল নিয়ন্ত্রণ হয় জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা।

এর আগে ১২জুলাই, ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সরকারিকরণের ঘোষণা আসে। এর পর থেকে আনন্দ মিছিল করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঐ সময় মঙ্গলবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় কলেজ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অ্যাডভোকেট মো. সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কলেজের অধ্যক্ষ অধ্যাপক জয়নাল আবেদীন তাদের দাবি বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আনিসুল হককে অভিনন্দন জানান।

অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রেখেছিলেন- আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।

সুবিশাল খেলার মাঠ, পাশে শান্ত পুকুর এবং মুসল্লিদের জন্য মসজিদে ঘেরা মনোরম কলেজ প্রাঙ্গন। বিকেল বেলা এক ভালোবাসার স্থানে পরিনত হয়ে উঠে কলেজ মাঠ প্রাঙ্গন। আপনি ঘুরে আসতে পারেন আখাউড়া উপজেলার প্রিয় বিদ্যাপীঠ আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ।

Related Posts

About The Author

Add Comment