সাবেক ছাত্রলীগ নেতা টিপু গ্রেপ্তার

ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় আলোচিত চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর আগ্রাবাদ এলাকায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘আয়ান এন্টারপ্রাইজ’-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল আজাদ বলেন, টিপুর অফিসে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং চার ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, গোলাবারুদের পরিমাণ যাচাই-বাছাই চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো লাইসেন্সবিহীন অস্ত্র।

মোস্তফা কামাল টিপু আগ্রাবাদ নাজিরপাড়া পুকুরপাড়া এলাকার বাসিন্দা। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা টিপু পরবর্তী সময়ে আওয়ামী লীগের মূলধারার রাজনীতিতে যুক্ত হন। একসময় তিনি নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের ঘনিষ্ঠ ছিলেন। পরে অবস্থান বদলে বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের অনুসারী হন। সাম্প্রতিক বছরগুলোতে টিপু নিজেকে সাবেক উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ মহিবুল হাসান চৌধুরী নওফেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মোস্তফা কামাল টিপু প্রকাশ্যে গুলি চালান। সে সময় তার গুলিতে অন্তত তিনজন আহত হন। ঘটনাটি ভিডিওচিত্রে ধারণ হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওসি বাবুল আজাদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে টিপুর প্রকাশ্যে গুলি চালানোর দৃশ্য আমাদের হাতে আছে। ওই ঘটনার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি আবার প্রকাশ্যে আসেন এবং তার কার্যালয়ে বসে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মোস্তফা কামাল টিপুর বিরুদ্ধে কোতোয়ালি, ডবলমুরিং, চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার নথি যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন ওসি বাবুল আজাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনীতির পাশাপাশি টিপু দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন। আগ্রাবাদ এলাকায় তার ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামে একটি নির্মাণ ও সরবরাহ প্রতিষ্ঠান রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানটিকে আড়াল করে টিপু রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ বলছে, টিপুর বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে বুধবার আদালতে তোলা হতে পারে।

Related Posts

About The Author