চায়ের সঙ্গে বই পড়া ফ্রি, ‘চা কুঞ্জ’

ব্রাহ্মণবাড়িয়া শহরের ৫ তরুণ শিক্ষার্থী তাদের পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা ছিল। তারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। পাঁচজন হল, হোসাইন মোহাম্মদ রুমি, মোসাদ্দেক চৌধুরী মুকুট, আশিকুর রহমান, শরিফুল আমিন তানভীর ও শাহাদাৎ হোসেন মজিদ।

পাঁচ বন্ধু মিলে জেলা শহরের ব্যস্ততম এলাকা টিএ রোডের বঙ্গবন্ধু স্কয়ারে দিলেন ব্যতিক্রমী একটি চায়ের দোকান। ‘চা কুঞ্জ’ নামে দোকান দিলেন। এই দোকানে চা পান করতে মানুষ বিনামূল্যে পড়তে পারবেন বই।

দোকানটি বাঁশ আর শুকনো খড় দিয়ে তৈরি। ছোট্ট একটি দোকান। দোকানের দুই পাশে রাখা বইয়ের স্তূপ। একজন চা তৈরি করছেন, বাকিরা পরিবেশন করছেন। কেউ কেউ চা পান করার পাশাপাশি বই পড়ছেন।

চা কুঞ্জ, চায়ের সঙ্গে বই পড়া ফ্রি

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়া (ভাটি অঞ্চলের) জেলার ভূ-প্রকৃতির উৎপত্তি রহস্য

চা কুঞ্জ খোলা থাকে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত। এখানে পাওয়া যাচ্ছে ১০ প্রকারের চা। চায়ের দাম ১০ টাকা থেকে ১৫ টাকার ভেতরে। ৫ শিক্ষার্থীর এমন উদ্যোগ দেখে চা পিপাসুরা প্রশংসা করছেন।

সূত্রঃ জাগো নিউজ

Related Posts

About The Author