হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে। সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

আসিফ নজরুল পোস্টে লেখেন, ‘শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।’

এদিকে এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থাকে যুক্ত করে এবং দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।সোমবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগটটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

Related Posts

About The Author