ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় নতুন আরও ৩টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪।নতুন মামলাগুলোতে আসামি করা হয়েছে অজ্ঞাত প্রায় ২৫০০ মানুষকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার দেয়া তথ্যে এ খবর জানা গেছে।
জেলা পুলিশের দেয়া তথ্যমতে, হেফাজতের তাণ্ডবের ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ১১টি, আশুগঞ্জ থানায় ২টি ও সরাইল থানায় ১টি মামলা দায়ের হয়েছে। এসব ঘটনায় অজ্ঞাত প্রায় ১৫ থেকে ১৬ হাজার মানুষকে আসামি করা হয়েছে।
এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে আরও ২১ জনকে। এর মধ্যে সদর মডেল থানায় ১৮ জন ও আশুগঞ্জ থানায় ৩ জন গ্রেফতার করা হয়েছে। জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ১৪ মামলা, আসামি ১৬ হাজার
|
April 1, 2021 |