ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ করায় এ নিয়ে বিতর্ক চলছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জানুয়ারি) দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভে জাকার্তা থেকে বোর্নিও দ্বীপে রাজধানী স্থানান্তর করার বিল পাস হয়। কিন্তু এই বিল পাস হওয়ার পরপরই রাজধানীর নামকরণ থেকে শুরু করে দ্রুত সংসদীয় প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় বাজেট, দুর্নীতির শঙ্কাসহ সমালোচনা চলছে দেশটিতে।

নতুন রাজধানী ‘নুসান্তারা’ জাভানিজ ভাষায় এর অর্থ দ্বীপপুঞ্জ। অনেকে প্রতিক্রিয়া করছেন এ বিষয়টি নতুন রাজধানীর নামটি সমগ্র জাতির সঙ্গে সহজেই বিভ্রান্তিকর হতে পারে।

দেশটির জাতীয় উন্নয়ন পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জোকো উইদোদো নিজেই এ নামের প্রস্তাব করেন। বিশ্বের সামনে ভৌগলিকত্ব তুলে ধরা হচ্ছে এই নামের মাধ্যমে।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ার ৫০জন শিল্পী-সংগঠক অংশ নেবে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে

Related Posts

About The Author

Add Comment