ইন্টার মিলান কিনবেন সৌদি যুবরাজ ৯৮৮৫ কোটি টাকায়?

সম্প্রতি ইউরোপের ফুটবলে ‘নতুন ধনী’ বলতে সেই ব্যক্তির নামটা না বললেও চলে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড যার মালিকানা নেওয়ার মাধ্যমে বদলে যাওয়ার স্বপ্ন দেখছে, তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এক নতুন ধনী এসেছেন ইউরোপের ফুটবলে। ইংল্যান্ডে একটি ক্লাব কিনেই তিনি থামছেন না। এবার তাঁর চোখ পড়েছে ইতালিয়ান ফুটবলেও।

নিউক্যাসল কিনে নেওয়া সৌদি মালিকানাধীন কনসোর্টিয়াম সৌদি পাবলিক ইনভেস্ট ফান্ডের (পিআইএফ) প্রধান তিনি। ৩০ কোটি পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৪৯৮ কোটি টাকা) নিউক্যাসলের মালিকানা কিনেছেন সালমান। কিন্তু সৌদি আরবের এই ফান্ড এখানেই থামছে না। ইউরোপের সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্টার মিলানেও নজর পড়েছে পিআইএফের।

ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্টারকে কিনতে বৈঠকেও বসেছিল দুই পক্ষ। ইতালির অন্যতম সেরা ক্লাবটির আনুমানিক দামও বলা হয়েছে। গত মৌসুমেই সিরি ‘আ’ জিতে নেওয়া ইন্টারকে যে সস্তায় পাওয়া যাবে না, তা মোটামুটি নিশ্চিত।

Related Posts

About The Author

Add Comment