আখাউরা ডেস্ক: এরশাদ হোসেন (২০) ছাত্রশিবির নেতা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশে(জেএমবি) । এরশাদ হোসেন হয়ে উঠেন জেএমবি’র চট্টগ্রাম জেলা পর্যায়ের নেতা। তিনি গড়ে তুলেন শক্তিশালী নেটওয়ার্ক। ভারত-বাংলাদেশ-মিয়ানমারকে কেন্দ্র করে ইসলামিক স্টেট গড়ে তোলার স্বপ্নও দেখেন ও এই লক্ষ্য প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাতে থাকেন।
তাদের ইসলামী স্টেট বাস্তবায়নের লক্ষ্যে ফ্যাশন হাউজ থেকে শুরু করে ফুটপাতের হকারের আড়ালে চলছে তাদের কার্যক্রম। তাদের সাথে জড়িত আছে সাংবাদিক-ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় রয়েছে তাদের লোকজন।
গত সোমবার নগরীর আকবরশাহ থানা এলাকার নিউমনসুরাবাদ বাগানবাড়ি আবাসিকের এনআর গেইটের একটি বাসা থেকে এরশাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জঙ্গীদের মুখ থেকে বেরিয়ে আসে এসব তথ্য।
এরশাদ হোসেন ওরফে জয়, ওরফে বিজয়, ওরফে মামুন দিনাজপুর জেলার বিরল উপজেলার বালান্দর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
তাদের বাসায় অভিযান চালিয়ে ককটেল-গ্রেনেড জাতীয় তিনটি বোমা, একটি সাইকেল, শক্তিশালী ডেটোনেটর ও বিপুল পরিমাণ জেল বোমা ও গ্রেনেড তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।