আগামী সপ্তাহে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট বিভাগ আন্তরিকতা নিয়ে জোরেশোরে কাজ করছে বলে জানা গেছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এর চেয়ারম্যান সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, আমরা ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশে আন্তরিকতা নিয়ে কাজ করছি। খুব দ্রুত সময়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
গত বছরের (২৯ অক্টোবর) ৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি আবেদন জমা পড়েছিল ৪৩তম বিসিএসে।
আরও পড়ুন: বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম-বরিশাল
বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০জন, পুলিশ ক্যাডারে ১০০জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩জন, অডিটে ৩৫জন, তথ্যে ২২জন, ট্যাক্সে ১৯জন, কাস্টমসে ১৪জন ও সমবায়ে ১৯জন নিয়োগ দেওয়া হবে।
সূত্রঃ প্রথম আলো