দেশে প্রথমবারের মতো এলো জনসনের টিকা

প্রথমবারের মতো জনসনের টিকা পেল বাংলাদেশ। ৩৬ হাজার ডোজ জনসনের করোনা টিকা এসেছে দেশে। কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে এই টিকা এসেছে।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের সর্বোচ্চ তিন ক্রিকেটার

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেয়েছে বাংলাদেশ। জনসনের টিকা এই প্রথম বাংলাদেশে এসেছে। এই টিকা অন্যান্য টিকার মতোই সংরক্ষণ করা যাবে।

সূত্রঃ কালের কণ্ঠ

Related Posts

About The Author