নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি, স্থানীয় পত্রিকা সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট লেখক সাংবাদিক রেজাউল করিম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া……. রাজিউন)। বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
রেজাউল করিম জেলা শহরের কাজীপাড়ার বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকা সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক ছিলেন। সাপ্তাহিক তিতাস ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত প্রথম পত্রিকা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে মাজহারুল করিম অভি অনলাইন বাংলা নিউজ পোর্টাল টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সাপ্তাহিক তিতাস পত্রিকার নির্বাহী সম্পাদক পদে কর্মরত আছে।
বৃহস্পতিবার বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়ার জেলা ঈদগাহ ময়দানে নিহতের জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের মৌলভী পাড়ার কবরস্থানে নিহতের মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক সোহেল সরকার,সাপ্তাহিক তিতাসের সহযোগী সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সদস্য মনিরুজ্জামান মনির, এহসানুল হক রিপন, জসিম উদ্দিন, আলমগীর ওসমান ভূঁইয়া, জায়েদুর রহমান প্রমুুখ।
আরও পড়ুনঃ দলীয় প্রতীক ছাড়া এবং ইভিএমে প্রথম বারের মতো ভোট সম্পন্ন হল আইনমন্ত্রীর এলাকায়