নিজস্ব প্রতিবেদক ও ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি – প্রথম আলো | তারিখ: ৩০-০৩-২০১৩
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো-দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। সেখানে এক সমাবেশে তিনি অভিযোগ করেন, দুর্গত এলাকায় সরকারের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য যাচ্ছে না। সরকার লোকদেখানো সাহায্য করছে।
আজ বেলা তিনটা ১০ মিনিটে খালেদা জিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের সার্কিট হাউসে পৌঁছেন। সেখানে বিশ্রাম শেষে টর্নেডো-দুর্গত দুটি এলাকা পরিদর্শন করেন তিনি। এরপর সন্ধ্যা ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আলাকপুর বালুর মাঠে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন।
সমাবেশে খালেদা জিয়া অভিযোগ করে বলেন, দুর্গত এলাকায় সরকারের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য আসছে না। মানুষ খোলা আকাশের নিচে বাস করছে। সামনেই বর্ষাকাল। এভাবে মানুষ থাকতে পারে না। দুর্গত এলাকায় পর্যাপ্ত সাহায্য, বাড়ি-ঘর তৈরির জন্য টিন ও টাকা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
খালেদা জিয়া দাবি করেন, সরকার লোকদেখানো সাহায্য করছে। ক্ষতিগ্রস্তদের সত্যিকার সাহায্য দিতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকায় গাছ লাগানোর আহ্বান জানান তিনি।