জনপত্র ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য আসছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। কলকাতার মোহামেডান জামালকে ছেড়ে দিয়েছে। গতকাল বাফুফে জানিয়েছে জামাল আসছেন। বাফুফে জামালকে পাঠাতে কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছিল। সেই চিঠির জবাব গতকালই পেয়েছে বাফুফে।
জামাল কবে আসবেন সেটি নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। জামাল কি ঢাকায় আসবেন নাকি সরাসরি নেপালে যাবেন সেটি নির্ভর করছে কলকাতা হতে ফ্লাইট পাওয়ার ওপর। বাফুফে বলছে ১৮ মার্চ জামালকে ছাড়া হবে। আবার অন্য একটি সূত্রের দাবি ১৫ মার্চ জামালকে ছেড়ে দেওয়া হবে। নেপালের খেলার পর জামাল পুনরায় কলকাতায় আই লিগে খেলতে যাবেন কি না সেটি এখনো জানা যায়নি। ফিফায় নিয়ম আছে জাতীয় দলের খেলা থাকলে ক্লাব ফুটবল হতে ছাড়তে হবে। যদি ভিসা নিয়ে নেপালে যেতে হয় তাহলে জামাল হয়তো ঢাকায় ফিরবেন।
ফুটবল দলকে ভিসা নিতে বলেছে নেপাল
নেপালের তিন জাতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করবে। ১৮ মার্চ নেপালের যাওয়ার কথা রয়েছে। কাঠমান্ডুতে হতে যাওয়া টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে বাংলাদেশের ফুটবল দলকে নেপালের ভিসা সংগ্রহ করতে হবে। নেপাল ভ্রমণে যেতে আগে থেকে ভিসা নিতে হয় না। অন্য এরাইভ্যাল ভিসা পাওয়া যায়। অতীতেও এভাবে বাংলাদেশ দল নেপালে খেলতে গিয়েছিল।
কিন্তু এবার নেপাল হতে জানিয়ে দিয়েছে ভিসা নিয়ে আসতে হবে। বাফুফে বলল, হতে পারে কোভিডের কারণে এই ভিসা সংগ্রহ করতে হবে। বাফুফে জানিয়েছে, ঢাকা ছাড়ের আগে কোভিড টেস্ট হবে। নেপালে নেমে পুনরায় কোভিড টেস্ট হবে। যারা নেগেটিভ হবেন তারা অনুশীলনে নামবেন।