ফিফা ২০২১ সালের বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতলেন রবার্ট লেওয়ানডস্কি। লিওনেল মেসিকে হারিয়ে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা লেওয়ানডস্কি।
সোমবার (১৭ জানুয়ারি) সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ২০২১ সালের বর্ষসেরা পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
গত বছরের নভেম্বরে মেসি জিতেছিলেন সপ্তম ‘ব্যালন ডি অর’। সবাই ধরেই নিয়েছিলেন ফিফা দ্য বেস্টও উঠবে মেসির হাতে। কিন্তু তা ঘটেনি। রবার্ট লেওয়ানডস্কি পরপর দ্বিতীয় বছরে ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুনঃ দুই সপ্তাহ বন্ধ থাকবে স্কুল–কলেজ