নাসিরনগরে স্বাস্থ্য কর্মকর্তা করোনায় শনাক্ত হয়েছে দ্বিতীয়বার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলামের দ্বিতীয়বারের মতো করোনা শনাক্ত হয়েছে। মাসখানেক আগে তিনি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বর্তমানে তিনি ঢাকার বনশ্রীর বাসায় আইসোলেশনে আছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম গত ২৫ ফেব্রুয়ারি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার প্রথম ডোজ নেন। ১৪ ও ১৫ মার্চ তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগতে থাকেন। ১৬ মার্চ তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। ১৯ মার্চ তাঁর করোনা পজিটিভ ফল আসে। করোনা শনাক্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাঁকে ঢাকার বাসায় আইসোলেশনে চলে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানেই আছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২ হাজার ৮৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় মারা গেছেন ৪৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৫৭ জন।

Related Posts

About The Author

Add Comment