আখাউড়া-আগরতলা রেলপথের কাজ আগামী বছরের মার্চে শেষ হবে

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের নির্মাণকাজ চলছে প্ররিকল্পণা অনুযায়ী। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইরকন ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক রমন শ্রিংলা বলেন আগামী বছরের মার্চে শেষ হবে। আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

চলতি বছরের ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতি ও অর্থ পরিশোধের জটিলতা থাকায় বাংলাদেশ অংশে কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে ভারতীয় অংশে কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে।

ভারত সরকারের অনুদানের প্রায় ২৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ১০ কিলোমিটার রেলপথের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে বাকিটা ভারতে।

Related Posts

About The Author

Add Comment