বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া মাহিদুল জিপিএ-৫ পেয়েছে

মাহিদুল হোসেন খান ওরফে মিরাজ বাবার লাশের পাশে রাত কাটিয়ে সকালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। যেদিন বাবা মারা যান, তার পরের দিন গণিত পরীক্ষা। সেই গণিতেরও একটি প্লাস চিহ্ন রয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এসএসসির ফল ঘোষণা করা হয়। ফলে আনন্দ জেলা পৌর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে মাহিদুল জিপিএ-৫ পেয়েছে। মাহিদুলের বাবা মোতাহের হোসেন খান আখাউড়া উপজেলার দেবগ্রামের বাসিন্দা এবং আখাউড়া শহরের রাধানগর এলাকার গ্রীন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী। এক ভাই ও এক বোনের মধ্যে মাহিদুল সবার বড়। পরিবার আখাউলায় থাকাকালীন মাহিদুল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কোটলীতে মামার বাড়িতে লেখাপড়া করেন। তার বাবা মোতাহের হোসেন ২১শে সেপ্টেম্বর মারা … Continue reading বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া মাহিদুল জিপিএ-৫ পেয়েছে