হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার মেনন,পলক,দস্তগীর,আতিক

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর বনানী থানার শাহজাহান হত্যা মামলায় তিন মন্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত তাদের গ্রেপ্তার দেখান।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক মো. ইয়াছির আরাফাত। এরপর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তিনি।

মামলায় অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ১৯ জুলাই শাহজাহান বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এতে বুকে ও পেটে দুইটি গুলিবিদ্ধ হন শাহজাহান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর নিহতের মা সাজেদা রাজধানীর বনানী থানায় মামলা করেন।

Related Posts

About The Author