গাজীপুর টঙ্গীতে একটি পোশাক কারখানায় অজ্ঞাত রোগে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার দুপুর বারোটার দিকে টঙ্গীর তিলারগাতি এলাকার কনসেপ্ট নিটিং লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। তবে এটা কি প্যানিক এ্যাটাক নাকি পানিবাহিত কোনো রোগের কারণে শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কেউ বলতে পারছেন না।
শ্রমিক কারখানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শ্রমিকরা চা পানের বিরতিতে কারখানাটির ক্যান্টিনে যান। এরই কিছুক্ষণ পর প্রায় অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষ অসুস্থ নারী শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দিচ্ছেন।
কারখানাটির শ্রমিকেরা নারগিছ, ফাতেমা আক্তার, আকলিমা বলেন, সকাল সাড়ে এগারোটার দিকে আমরা চা পানের বিরতিতে কারখানার ক্যান্টিনে যাই, বাসা থেকে তৈরি করা খাবার খেয়ে। কারখানার ফিল্টারিং (পরিশোধন করা) পানি পান করি, এর কিছুক্ষনের মধ্যই বমি ও পেটে ব্যথা অনুভব হয়। পরে জ্ঞান হারিয়ে ফেললে আমাদেরকে হাসপাতালে নিয়ে আসেন কারখানার কর্মকর্তারা।
কারখানার মানব সম্পদ কর্মকর্তা শাজিদ হোসেন আখাউরাকে বলেন, হঠাৎ দুপুরে কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ার খবরে তাদের তাৎক্ষনিক ভাবে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করানো হয় এবং সেই সাথে অসুস্থ সকলকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তবে শ্রমিকরা কি কারনে অসুস্থ হয়ে পড়েছেন এব্যপারে হাসপাতালের কোনো চিকিৎসক কথা বলতে রাজি হননি।
এ ব্যপারে আরও জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক মোঃ আজাদ রহমান বলেন, খবর পেয়ে কারখানা পরিদর্শন করছি এবং কারখানার মালিকদের সাথে কথা বলছি তবে এব্যপারে কিছু জানা জায়নি।অসুস্থ শ্রমিকদের চিকিৎসা চলছে।

