প্রথম শ্রেণিতে ভর্তিতে ৬ বছর বয়স হতে হবে

স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তিতে ছাড়া অন্য কোনো শ্রেণির ক্ষেত্রে ভর্তিতে বয়স কোনো বাধা হবে না। এ কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন।

অর্থাৎ প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে নিম্নে ছয় বছর হতে হবে। সম্প্রতি স্কুলে ভর্তিতে লটারিতে উত্তীর্ণ হওয়ার পরও বয়সের জটিলতার কারণে জামালপুর জিলা স্কুলে ভর্তি হতে না পারা শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আন্দোলনে নামেন। স্কুলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানস্থলের ফটকে শুয়ে বিভাগীয় কমিশনারের পথ আটকে দেয়। এসময় ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানান, এই পরিস্থিতির সমাধান হয়েছে।

আরও পড়ুনঃ কাপ্তাইয়ে ধরা পড়লো ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, গত বছর ভর্তির সময় বয়স নিয়ে জটিলতা দেখা দিলে আদালতের নির্দেশে তা সংশোধন করা হয়েছিল। এবার দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

সুত্রঃ প্রথম আলো

Related Posts

About The Author

Add Comment