রে মরিচ, ওরে আমার কাঁচা
মূল্য দেখে চক্ষু চড়ক, অবস্থা কী গ্রাফে!
ঊর্ধ্বমুখী হয়েছিলি তুই না কয়েক লাফে!
কালকে ছিলি হাজার টাকা, আজ নেমেছিস শতে!
কাণ্ড দেখে হাসছে লোকে বাসায়, হাটে, পথে!
মান-ইজ্জত থাকবে কিছু? পড়তি হলে দামে!
কেজি কেজি কিনবে লোকে? কিনবে তোকে গ্রামে!
কাঁচা মরিচ, কাঁচা মরিচ! তুই না এলিট ক্লাবে!
আমজনতা তোকে কেন অল্প দামে খাবে?
মূল্য কেন পতন হবে? তোর হওয়া চাই চালু
তুই কি পেঁয়াজ? তুই কি আদা? মাটির নিচের আলু!
ওদের কারও স্ট্যাটাস আছে? কেউ কি ওদের পোঁছে!
তুই বাড়াবি মূল্য যেন লোকজনে চোখ মোছে!
তুই কি ব্যাটা অর্ডিনারি! তোর পরিচয় ঝালে
দাম কমিয়ে চড় মেরেছিস ভক্তকুলের গালে!
দাম বাড়িয়ে সেইটা যদি না রাখা যায় ধরে
এই সমাজে মুখ দেখাবি বল তো কেমন করে!
সস্তা পেলে মারবে লোকে পাটায়-পুতায় ছেঁচে
মরিচজীবন ব্যর্থ হলে লাভ কি মিছেই বেঁচে!
ওরে মরিচ! ওরে নবীন, ওরে আমার কাঁচা
হাজার টাকা দাম রেখে তুই মান-ইজ্জত বাঁচা!