ঢাবিতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, নেই আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

ডাকসু নির্বাচন শেষে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নেই আনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর খুব বেশি উপস্থিতি লক্ষ করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যান চলাচল রয়েছে স্বাভাবিক।

শিক্ষার্থীরা বলছেন হেরে যাওয়া প্রার্থীরা পরাজয় মেনে নিয়েছে। ফলে এখন নতুন করে সংঘাত হওয়ার কোন সম্ভাবন নেই। তাছাড়া গতকাল রাতে যে বহিরাগতার অবস্থান করছিলেন সকাল হতে হতেই তারা চলে যান। ফলে বুধবার পুরো দিন স্বাভাবিক অবস্থা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ঘটেনি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা।

Related Posts

About The Author