রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় ২৪ নভেম্বর নাঈম হাসান নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিচারের দাবিতে রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
পরে সহপাঠী নিহতের ঘটনায় বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নিয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। সঠিক বিচার না পেলে আগামী রোববার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, বন্ধু নাঈমের হত্যার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা একদিকে যেমন নাঈম হত্যার বিচার চাই, তেমনি নিরাপদ সড়ক চাই।
জানা যায়, ওই মহলাবাহী গাড়ির চালকে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করে পল্টন থানায় রাখা হয়েছে।
নাঈম হত্যার বিচার চেয়ে সড়ক অবরোধ নটর ডেম শিক্ষার্থীরা
|
November 25, 2021 |