ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্ত রোগীদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাটাই বেশি। রোগীর চাপ এত বেশি থাকায় হাসপাতালের মেঝেতে রেখেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ওয়ার্ডে গত ৮ দিনে ১৬০ শিশু চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ডায়রিয়া আক্রান্ত ৫৫ জন। তবে হাসপাতালে রোগীদের চিকিৎসায় কোনো সমস্যা হচ্ছে না।
রোগীদের স্বজনরা জানান, রোগীর চাপ বেশি থাকাই সার্বক্ষণিক চিকিৎসক পাওয়া যায় না। তবে নার্সরা তারা তাদের নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করেন।
ডায়রিয়া আক্রান্ত থেকে বাচতে চিকিৎসকরা বলছেন, অপরিষ্কার পানি ও খাবার এবং ময়লামিশ্রিত হাত মুখে দেয়ার কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এজন্য শিশুদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ খাবারের বিষয়ে মায়েদের সাবধান থাকতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে রোগীর চাপ, মেঝেতেও চিকিৎসা

Related Posts

ব্রাহ্মণবাড়িয়া, Featured
চায়ের সঙ্গে বই পড়া ফ্রি, ‘চা কুঞ্জ’

Featured, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, স্থানীয়
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন তরুণ, দেশে আসার কথা ছিল ঈদে

Featured, আখাউড়া, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া
সাবেক এমপি এডভোকেট শাহ আলম সাহেবের সহধর্মিণী নাঈমা ইন্তেকাল করেছেন

বিবিধ, ব্রাহ্মণবাড়িয়া