আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা করোনার নতুন উপধরন রোধে

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা করোনার নতুন উপধরন রোধে – ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপয়েন্ট চীন ও ভারতে ছড়িয়ে পড়া নতুন মাইক্রোন করোনাভাইরাস (কোভিড-১৯) বিএফ-৭ এর বিস্তার রোধে স্বাস্থ্য স্ক্রিনিং কার্যক্রম জোরদার করেছে। সোমবার সকাল থেকে চেকপয়েন্টে হেলথ স্ক্রিনিং কিয়স্কে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

বিশেষ করে ভারত থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার এবং ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে পরীক্ষা করা হচ্ছে এবং সন্দেহভাজন যাত্রীদের দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। বিকেল ৩টার মধ্যে চার ভারতীয় নাগরিকের দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তবে চারটির রিপোর্টই নেগেটিভ এসেছে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা করোনার নতুন উপধরন রোধে

হেলথ স্ক্রিনিং বুথের কর্তব্যরত চিকিৎসক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। জহির উদ্দিন বলেন, অ্যামিক্রনের বিএফ-৭ মডেলের দূষণ রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে আগত সকল যাত্রীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নির্ধারিত ফর্মে লিপিবদ্ধ করা হয়। কারও সন্দেহ থাকলে, চেকপয়েন্ট দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা পরিচালনা করবে। কেউ পজিটিভ হলে তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মুহাম্মদ একরাম উল্লাহ জানান, আখাউল্লা শুষ্ক বন্দরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম জোরদার করতে রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর একটি নির্দেশনা জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী জুন থেকে আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চলাচল করবে (akhaura.local).

Related Posts

About The Author