ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকের আনা বিষে খেয়ে প্রেমিকার আত্মহত্যা

ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রাণ গেল এক তরুণী। এমন ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। রুনা আক্তার নামের এক তরুণী ১৭ নভেম্বর বুধবার সকালে এ ঘটনা ঘটায়। তরুণী ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রেমিকের আনা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রেমিক সৈয়দ মনির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

তরুণী উপজেলার ধরখার ইউনিয়ন রানীখার গ্রামের আবু কাউসারের মেয়ে। গ্রেফতার প্রেমিক মনির একই এলাকার সৈয়দ রোকন উদ্দিনের ছেলে। পুলিশের ও স্থানীয় সূত্রে জানা যায়, রুনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মনির উদ্দিনের পরে তারা বিয়ে করে। কয়েক মাস আগে তারা বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর তারা আবারও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিছুদিন যাবৎ তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। রুনা আক্তার এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল। ১৭ নভেম্বর বুধবার সকালে রুনা আক্তার প্রাইভেট পড়তে যাওয়ার সময় দেখা হয় মনিরের সঙ্গে। এসময় দুজনের মধ্যে কথা-কাটাকাটির হয় একপর্যায়ে মনির রুনার ভালোবাসার প্রমাণ দেখতে চান। প্রমাণ দেখতে চাইলে মনিরকে বিষ আনতে বলেন রুনা।

রুনার কথা শুনে মনিরও ছোটেন বিষ আনতে। পার্শ্ববর্তী এক দোকান থেকে চালের পোকা তাড়ানোর বিষ আনলে রুনা তখনি তা খেয়ে ফেলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সাথেসাথে নিয়ে যায় মনির। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয় রুনার স্বজনরাও মনিরকে আটকে রেখে খবর দেয়া হয় পুলিশে। বিকেলে রুনার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে ঢাকায় নেওয়ার পথে মারা যান রুনা।

Related Posts

About The Author

Add Comment