জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)।
অধ্যাপক রফিকুল ইসলাম ছিলেন বাংলাদেশের প্রধান নজরুল গবেষক ও শিক্ষাবিদ। তিনি মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৩০ নভেম্বর বিকালে রাষ্ট্রপতি এক শোকবার্তায় বলনে, অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে দেশের শিক্ষাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান অধ্যাপক রফিকুল ইসলাম। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহ হাসপাতাল থেকে উত্তরার বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে ১০ নম্বর সেক্টরের খালিদ বিন ওয়ালিদ মসজিদে এশার পর এক দফা জানাজা হবে। মঙ্গলবার রাতে মরদেহ রাখা হবে হাসপাতালের হিমঘরে। বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা নিবেদনের পর। আসরের দিকে জনাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।