ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে রেলসেবা দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে। মঙ্গলবার ভোররাত সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ট্রেন যাত্রাবিরতি করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীদের আপাতত হাতে লেখা টিকিট দেওয়া হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজতের নেতা–কর্মী ও কওমি মাদ্রাসার ছাত্ররা গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও রেলওয়ে স্টেশনের সিগন্যাল প্যানেলসহ সবকিছু আগুনে পুড়িয়ে দেওয়ায় ওই দিন থেকেই স্টেশনে সকল রেলসেবা বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে রেলসেবা চালু হয়েছে
|
June 16, 2021 |