ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় ট্রেনের লোকোমোটিভে কাটা পড়ে রবিউল ইসলাম রবি নামে রেলওয়ের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর । নিহত রবিউল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া শহরের রাজুপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানিয় হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নিহতের বড় ভাই আলম মোল্যা দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিম খন্দকারের বরাত দিয়ে । তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। এই দিন অধিক কুয়াশার কারণে কয়েক হাত দূরের দৃশ্যও দেখা যাচ্ছিল না। এমন সময় রেলস্টেশনে প্রবেশ করছিল লোকোমোটিভটি। এটি রেলওয়ে কলোনিতে পৌঁছালে কাটা পড়ে সেখানেই মারা যান রবিউল ইসলাম। পরবর্তিতে রেলওয়ে থানা পুলিশ তার লাশটি উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ল রেলের কর্মচারী
Related Posts
শিল্প ও সাহিত্য, Featured, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার ৫০জন শিল্পী-সংগঠক অংশ নেবে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে
টোঙ্গা, Featured, আন্তর্জাতিক
হিরোশিমা বোমার চেয়ে কয়েকশ গুণ শক্তিশালী টোঙ্গা অগ্ন্যুৎপাত
আখাউড়া, Featured, ব্রাহ্মণবাড়িয়া
আখাউড়ায় পাহাড়ি ঢলের পানিতে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
Featured