পশ্চিম আফ্রিকার দেশ কেনিয়ায় বিরল এক দৃশ্যের অবতারণা হয়েছে। দেশটির একটি সংরক্ষিত অঞ্চলে যমজ হাতির জন্ম হয়েছে। চলতি সপ্তাহে কেনিয়ার সামবুরু সংরক্ষিত অঞ্চলে এই বিরল ঘটনা ঘটে। যমজ হাতির জন্মের খবর বেশ সাড়া ফেলেছে কেনিয়াসহ অন্যান্য দেশে। খবর: বিবিসির।
স্থানীয় দাতব্য সংস্থা সেভ দ্য এলিফ্যান্টস জানায়, তাদের জানা মতে এই অঞ্চলে যমজ হাতি শাবক জন্মের দ্বিতীয় ঘটনা এটি।
মাত্র ১ শতাংশ ক্ষেত্রে যমজ হাতির জন্ম হয়ে থাকে। এর আগে সর্বশেষ যমজ হাতির জন্ম হয় ২০০৬ সালে।
স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আফ্রিকান হাতির গর্ভধারণের সময়কাল সবচেয়ে বেশি। তারা নবজাতকে ২২ মাস পর্যন্ত সঙ্গে রাখে এবং প্রায় চার বছর পর পর বাচ্চা দেয়।
আরও পড়ুনঃ ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশেও
দাঁতের ব্যবসা এবং গুরুত্বপূর্ণ আবাসস্থল ধ্বংসের কারণে বিপন্ন প্রজাতি হিসেবে হাতি ইন্টারন্যাশনাল কনসারভেশন অব ন্যাচারের লাল তালিকায় পড়েছে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে হাতির সংখ্যা বেড়েছে কেনিয়ায়। গত বছর দেশটির প্রথম বন্যপ্রাণী শুমারি থেকে এ তথ্য জানা গেছে।
সূত্রঃ জাগো নিউজ