গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় ও বড় রাজনৈতিক দল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যাওয়া দলটির মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা ।

বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ বিয়ানীবাজারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচার মিছিলপরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ আওয়ামী ফ্যাসিস্ট সরকার মুক্ত হলেও ফ্যাসিবাদমুক্ত হয়নি। প্রশাসনের সর্বস্তরে ফ্যাসিবাদের প্রেতাত্মারা বসে আছে। একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার ছাড়া টানা ১৬ বছরের ফ্যাসিস্টদের দমন সম্ভব নয়। তাই দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া উচিত।

এনামুল হক চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাকসু নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। কারণ দুটি নির্বাচনের অবস্থান ও প্রেক্ষাপট ভিন্ন।

সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুলের সভাপতিত্বে ও শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আলী হাসান, সিনিয়র সহসভাপতি জেবুল আহমদ প্রমুখ।

প্রচার মিছিল ও পথসভায় বিয়ানীবাজার উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

Related Posts

About The Author