ক্রিস্টিয়ানো রোনালদো ১০৯৭ ম্যাচে ৮০১ গোল
ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ কিংবদন্তি কাল রাতে ৮০০ গোলের মাইলফলকেরই দেখা পেলেন। ১০৯৭ ম্যাচের ক্যারিয়ারে ৮০০তম গোলে দেখা পেলেন এই তারকা। কাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ২-৩ গোলে জয় লাভ করেন ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যানচেস্টারের ৩-২ গোলের জয়ে জোড়া গোল রোনালদোর। তার মধ্যে ম্যাচের প্রথম গোলটি করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ৮০০তম গোলে দেখা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোনালদো।
পেলের হিসেবে ৭৬৭ গোল গত মার্চে ছাপিয়ে যান পর্তুগাল অধিনায়ক। রোনালদো ফুটবলের ইতিহাসে ক্যারিয়ার গোলের হিসেবে সব সেরাদের বেশ আগেই পেছনে ফেলে এসেছেন। এরপর ব্রাজিলের আরেক বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওর ৭৭২ গোলকে পেছনে ফেলে এসেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, আমাদের দল এর মধ্যেই পরের ম্যাচ নিয়ে ভাবছি, জয় উদযাপন করার কোনো সময় নেই! আজকের জয়টি দারুণ গুরুত্বপূর্ণ ছিল পথে ফেরার জন্য, তবে লক্ষ্য ছুঁতে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদের। আমার সব সতীর্থকে অভিনন্দন, আজ দুর্দান্ত স্পিরিট ছিল সবার মাঝে। এবং সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, আমরা এটা করতে পারতাম না আপনাদের ছাড়া।