ফেসবুকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের রমরমা বানিজ্য!

ফেসবুকে প্রশ্ন পত্র ফাঁস

ফেসবুকে শুরু হয়েছে এসএসসি পরিক্ষার প্রশ্ন প্রত্রের রমরমা বানিজ্য। এখন পর্যন্ত অসংখ্যক ব্যাক্তি টাকার বিনিময়ে প্রশ্ন পত্র দিচ্ছে এমন প্রচারণা চালিয়ে যাচ্ছে। এসব প্রশ্ন পত্রের আসালেই কোন ভিত্তি আছে কিনা এ বিষয়ে প্রশ্ন করলে তারা আখাউরা প্রতিনিধিকে বিভিন্ন রকম উত্তর দেন। প্রশ্ন বিক্রেতারা কেউ কেউ নিজেকে সচিবের সন্তান  কেউ বা বিজি প্রেসের লোক বলে নিজেদের দাবী করেন। তবে কেউ এসব পরিচয়ের প্রমান দিতে পারেনি। গতকাল রবিবার থেকে ফেসবুকে ব্যাপক এসএসসি পরীক্ষার প্রশ্ন পত্রের বিষয়ে মার্কেটিং শুরু হয়। বিক্রেতারা ৫০০ কিংবা ১০০০ টাকা দাবী করে মোবাইল নাম্বার সংগ্রহ করেন। তাদের কামেন্টস দেখলেই বোঝা যায় যে তারা প্রচুর সারাও পাচ্ছেন।

প্রশ্ন পত্রের জন্যে টাকা দাবী

 

এদিকে আরেকটি চক্র ফেসগুলিতে বিভিন্ন  পেজগুলিতে লাইক বাড়ানোর উৎসবে মেতে উঠেছেন। পরীক্ষার প্রশ্ন পত্র দেয়া হবে শর্ত হল অবশ্যই পেজে লাইক দিতে হবে এবং পোষ্টটি শেয়ার করতে হবে। এতে করে তারা এক রাতেই ১হাজার লাইক পাচ্ছেন এবং সহজ সরল শিক্ষার্থীদের দুর্বলতা নিয়ে খেলছেন। ফেসবুকে ফাসঁ হওয়া এসব প্রশ্ন পত্র গত কয়েক বছর কমন পড়ায় প্রায় সব শিক্ষার্থী লেখা পড়া বাদ দিয়ে ফেসবুক নিয়ে মেতে উঠেছে। এসব প্রশ্ন পত্র পেতে খুব বেশী ঝামেলা করতে হয় না। শুধু সার্চ অপশনে গিয়ে লিখতে হয় SSC Suggestion, suggetion অথবা নিচের এই লিংগুলিতে ভিজিট করলে আপনিও দেখতে পাবেন এসএসসি প্রশ্ন পত্রের রমরমা বানিজ্যের চিত্র।

 

SSC, HSC Question Suggestion. All Board Examinee BD,

Ssc, jsc, psc, hsc suggestions and question 100% common

 Bangladesh PSC JSC SSC HSC Exam Informations &Suggestions

PSC_ JSC_ JDC_ SSC_ HSC_ TECH Exam Suggetion & Question Bank Help line

Ssc, jsc, psc, hsc suggestions and question 100% common

Ssc, jsc, psc, hsc suggestions and question 100% common

PSC_ JSC_ JDC_ SSC_ HSC_ TECH Exam Suggetion & Question Bank Help line

PSC_ JSC_ JDC_ SSC_ HSC_ TECH Exam Suggetion & Question Bank Help line

উপরের লিংক গুলিতে ফেসবুকে এসএসসির ফাসঁ হওয়া প্রশ্ন পত্রের রমরমা ব্যাবসা করেছে। যদিওবা এখন পর্যন্ত কেউ জানেনা আসলেই এই প্রশ্ন প্রত্র কাজে লাগবে কিনা।

Related Posts

About The Author

Add Comment